Saturday, 3 December, 2022 খ্রীষ্টাব্দ | ১৯ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ |
সিলেটবাসীকে জেলা আওয়ামী লীগের ঈদ শুভেচ্ছা

সিলেট: পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সিলেটবাসী সহ দেশে-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেটক লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট নাসির   উদ্দিন খান।

এক শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, এবারের ঈদ পুরোপুরি ভিন্ন। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে ঈদের জামাত আদায় করতে হবে। নির্দেশনা অনুযায়ী- নামাজ শেষে কারো সাথে কোলাকুলি বা হাত মেলানো যাবে না। এসব থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

তারা বলেন, পবিত্র ঈদুল আযহা বিশ্ব মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিন। এ উৎসবে সকল ভেদাভেদ ও সীমানা অতিক্রম করে মানুষে মানুষে মহা মিলন ঘটায় ও সৃষ্টি করে পরস্পরের প্রতি আন্তরিক শুভেচ্ছাবোধ। ধনী গরীব, উচু নিচু, নির্বিশেষে সব মানুষকে এক কাতারে দাঁড় করায়। হানাহানি, হিংসা বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে শান্তি ও সম্পৃতির চেতনা দান করে। এই পবিত্র দিনে আনন্দ উৎসবে ভরে উঠুক সকলের মনপ্রাণ।

 

সর্বশেষ সংবাদ

Developed by :