Tuesday, 29 November, 2022 খ্রীষ্টাব্দ | ১৫ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ |
এম.এ হকের প্রথম জানাজার নামাজ সম্পন্ন

সিলেট: প্রবীণ রাজনীতিবিদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হকের প্রথম জানাজা মানিকপীর টিলায় অনুষ্ঠিত হয়েছে।

পূর্বঘোষিত সময়ানুযায়ী বিকাল সাড়ে ৫টায় মানিকপীর টিলার সামনে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন দরগাহ মসজিদের মুহতামিম মুফতি মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী।

জানাজায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মিজানুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ উপস্থিত ছিলেন।

জানাজা শেষে মরহুমের লাশ বালাগঞ্জে নিজ গ্রাম কলুমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

 

সর্বশেষ সংবাদ

Developed by :