Tuesday, 4 August, 2020 খ্রীষ্টাব্দ | ২০ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ |
বিএনপি নেতা এমএ হক আর নেই

সিলেট: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এমএ হক আর নেই।

শুক্রবার সকাল ১০টার দিকে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এখবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত মঙ্গলবার (৩০ জুন) তিনি নিউমোনিয়া ও করোনার উপসর্গ নিয়ে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন।
বুধবার (১ জুলাই) রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তবে তার শরীরে করোনাভাইরাস ছিলো কি না তা এখনও জানা যায়নি।
 

Developed by :