দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুরে এখন পর্যন্ত ৩৮ হাজারের বেশি মানুষ কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ব্যাপক সংক্রমণ হয়েছে অভিবাসী শ্রমিকদের ডরমেটরিগুলোতে। গত দু সপ্তাহে দেশটিতে ৬ হাজার ২৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে বেশিরভাগই অভিবাসী শ্রমিক। রয়েছে বাংলাদেশিও।
সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশি তোফাজ্জল বলেন, সিঙ্গাপুর সরকার আমাদের যত্ন নিচ্ছে। এক সিঙ্গাপুরিয়ানকে যেভাবে দেখে আমাদেরকেও সে ভাবে দেখা হচ্ছে।
দেশটিতে বর্তমানে নতুন করে যারা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন তাদের অর্ধেকেরই কোনো উপসর্গ নেই বলে জানিয়েছেন সরকারের ভাইরাস টাস্কফোর্সের সহকারী প্রধান লরেন্স ওং। তিনি বলেন, আগের চেয়ে করোনাভাইরাসের পরীক্ষা আরও বেশি করায় উপসর্গবিহীন করোনায় আক্রান্তের বিষয়টি উঠে আসছে। উপসর্গ ছাড়া আক্রান্তের সংখ্যা বাড়ায় বিধিনিষেধ ধীরে ধীরে শিথিল করা হচ্ছে।
উপসর্গবিহীন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ায় মহামারি নিয়ন্ত্রণ বেশ চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।