Monday, 6 July, 2020 খ্রীষ্টাব্দ | ২২ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ |
সিলেটে করোনায় একদিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু

সিলেট: সিলেটে করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার  (১ জুন) তাদের মৃত্যু হয়।

জানা গেছে, গতকাল সোমবার (১ জুন) সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুনামগঞ্জের ছাতকের একজনের মৃত্যু হয়। সোমবার রাতে কানাইঘাট উপজেলার আরও একজনের মৃত্যু হয় এ হাসপাতালে। একইদিন সিলেট ওমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে একজন করোনা আক্রান্ত রোগী মারা যান। এছাড়া আরও দুই উপজেলার দুইজন করোনা আক্রান্ত হয়ে মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

Developed by :