
সিলেট: করোনার কাছে হার মেনে মারা গেলেন সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের নার্সিং কর্মকর্তা রুহুল আমিন।
শুক্রবার রাত সোয়া দশটার দিকে শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সুশান্ত কুমার মহাপাত্র তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এর আগে সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তরের করা হয়।
এক সপ্তাহ আগে তার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। গত ৫ দিন ধরে তিনি শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি ছিলেন।