Tuesday, 4 August, 2020 খ্রীষ্টাব্দ | ২০ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ |
লাখাইয়ে সংঘর্ষে যুবক নিহত

হবিগঞ্জ: লাখাই উপজেলার সাতাউক গ্রামে বাড়ির সীমানায় টয়লেটের ট্যাংক নির্মাণ নিয়ে বিরোধে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ছফিল মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

স্থানীয় সূত্র জানায়, সাতাউক গ্রামের ধন মিয়া ও জানু মিয়ার বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল। সেখানে একটি টয়লেটের ট্যাংক নির্মাণ নিয়ে শনিবার রাতে সংঘর্ষ হয়। আহত হন অন্তত ১০ জন। এসময় গুরুতর জখম ছফিল মিয়াকে নাছিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার ভোরে ছফিল মিয়া মারা যান।

লাখাই থানার ওসি সাইদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 
Developed by :