সিলেট: সিলেট বিভাগে আরো ৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানায়, সিলেট বিভাগে সোমবার সকাল পর্যন্ত ১৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন ৫ জন মিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো-১৬৬ জনে।
জানা গেছে, সোমবার (৪ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে নতুন ৫ জনের করোনা পজিটিভ আসে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার মোট ১৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তরা সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা বলে জানান ডা: হিমাংশু।