Monday, 30 November, 2020 খ্রীষ্টাব্দ | ১৬ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ |
বড়লেখা উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত

বড়লেখা: বড়লেখা উপজেলায় প্রথম একজন করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেইজের এক পোস্টে এমন  তথ্য জানানো হয়।

করোনা আক্রান্ত ব্যক্তি সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।

এক ব্যক্তির করোনা পজেটিভ রোগী শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বড়লেখা উপজেলা প্রশাসন ফেসবুকে যা লিখেছে তা হুবহু তুলে ধরা হলো-

প্রিয় বড়লেখাবাসী, আমরা আক্রান্ত। বড়লেখা উপজেলায় একজন করোনা পজিটিভ রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। দয়াকরে বিনা প্রয়োজনে বাড়ির বাইরে আসবেন না। প্লিজ প্রশাসনের দেয়া নির্দেশনাগুলো মেনে চলুন।

 
সর্বশেষ সংবাদ

Developed by :