Wednesday, 27 May, 2020 খ্রীষ্টাব্দ | ১৩ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ |
জালালাবাদ এসোসিয়েশন ইউকে'র পিপিই বিতরণ

করোনা প্রাদুর্ভাব মুহূর্তে প্রবাসীদের অবদান সরণযোগ্য : এডভোকেট নাসির খান

সিলেট: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সদের ব্যক্তিগত সুরক্ষার জন্য একশ’ পিপিই প্রদান করেছে জালালাবাদ এসোসিয়েশন ইউ’কে।

গতকাল রবিবার দুপুরে হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়ের কাছে পিপিইগুলো হস্তান্তর করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান। এ সময় বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান উপস্থিত ছিলেন।

এক সংক্ষিপ্ত বক্তব্যে এডভোকেট নাসির খান সাংবাদিকদের বলেন, করোনা প্রাদুর্ভাব মুহূর্তে নার্সদের সুরক্ষার জন্য পিপিই খুবই জরুরি। এ প্রয়োজন মেটাতে এগিয়ে এসেছেন জালালাবাদ এসোসিয়েশন ইউকে নেতৃবৃন্দ। এজন্য তাদের এ অবদান অবশ্যই সরণযোগ্য।

তিনি আরো বলেন, প্রবাসীরা শুধু পিপিই নয়, খাদ্যসামগ্রী নিয়েও এগিয়ে এসেছেন। অতীতের মতো তাদের এসব মহৎ কর্মযজ্ঞ চালিয়ে যাওয়ায় আমরা কৃতজ্ঞ। তিনি আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ডা. মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার, সিসিক কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ সেলিম, সিলেট জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট আজমল আলী, মজির উদ্দিন, এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, সাংবাদিক মঈন উদ্দিন মনজু, এম. হাসানুল হক উজ্জল, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ শাখার সভাপতি শামীমা নাসরিন, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক সোলেমান আহমদ, সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চন্দ্র দাস, অর্থ সম্পাদক নিলুফা ইয়াসমিন।

এদিকে, নার্সদের সুরক্ষা সামগ্রী প্রদান করায় জালালাবাদ এসোসিয়েশন ইউকের সভাপতি মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু, কোষাধ্যক্ষ এনাম উল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জুবের আহমদসহ সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক।

 

Developed by :