Saturday, 4 February, 2023 খ্রীষ্টাব্দ | ২২ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ |
সিলেটে করোনা আক্রান্ত চিকিৎসক লাইফ সাপোর্টে

সিলেট: করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া সিলেটের সেই চিকিৎসকের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বর্তমানে তিনি ঢাকায় বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিসের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।

তিনি জানান, সিলেটের ঐ চিকিৎসক ঢাকায় লাইফ সাপোর্টে আছেন। রবিবার পর্যন্ত তার অবস্থা ভাল ছিল। কিন্তু আজ সোমবার সকাল থেকে তার অবস্থা খারাপ হয়। এজন্য লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। তার সাথে তার স্ত্রী আছেন।

উল্লেখ্য, গত রবিবার (৫ এপ্রিল) আইইডিসিআর থেকে ওই চিকিৎসকের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনিই সিলেটে প্রথম করোনা আক্রান্ত রোগী।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১১টার দিকে অ্যাম্বুলেন্স করে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে (সদর হাসপাতাল) নেওয়া হয়। পরে সিলেটে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।

 

সর্বশেষ সংবাদ

Developed by :