ঢাকা: দেশের বিভিন্ন অঞ্চলে বিকেল বা সন্ধ্যার পর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বুধবার (৮ এপ্রিল) আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট-এসব জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, এখন কালবৈশাখীর সময়। বিক্ষিপ্তভাবে মেঘ, বৃষ্টি হয়। এজন্য কিছুটা ভেরিয়েশন করে।
তিনি আরও বলেন, ‘আজ সকালে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তবে কম। হলেও বিকেলে বা সন্ধ্যার পরে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলেও হালকা ধরনের হতে পারে। আর আজকে ঢাকার আকাশ মেঘলা থাকবে। তাপমাত্রা কমবে একটু।’
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা আজ সকাল থেকে মেঘলা রয়েছে। কোথাও কোথাও ফোঁটা ফোঁটা বৃষ্টি হয়েছে।
বুধবার সকাল ৭টা পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য অপরিবর্তীত থাকতে পারে।
আজ ভোর ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।