Thursday, 4 June, 2020 খ্রীষ্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ |
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সোসাইটির সভাপতির মৃত্যুতে শিল্পপতি আবুল হোসেনের শোক

বার্তা ডেস্ক:  যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সোসাইটির দু’বারের সভাপতি ও জালালাবাদ সমিতির সাবেক সভাপতি বিয়ানীবাজারের কৃতিসন্তান কামাল আহমদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট শিল্পপতি মো. আবুল হোসেন।

এক শোকবার্তায় তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

জানা যায়, নিউইয়র্কের বসবাসরত বাঙালি কমিউনিটির বিশ্বস্ত প্রিয়জন সুখ-দুঃখে সবসময় সবার আগে যাকে পাওয়া যেতো তিনি হলেন সর্বজন শ্রদ্ধেয় বিয়ানীবাজারের কৃতিসন্তান কামাল আহমেদ৷ বাঙালি কমিউনিটির সকল মানুষের কাছে তিনি ‘কামাল ভাই’ হিসেবে সমাধিক পরিচিত ছিলেন। দীর্ঘ ৪০ বছর ধরে নিজের সকল স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তিনি নিউইয়র্কের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সম্পৃক্ত থেকে প্রবাসীদের দাবি আদায়সহ সবসময় তাদের পাশে থেকে প্রবাসীদের কল্যাণে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে বাঙালি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, কামাল আহমদের বাড়ি বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বাউরভাগ গ্রামে।

 

Developed by :