Thursday, 4 June, 2020 খ্রীষ্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ |
করোনায় লন্ডনে গোলাপগঞ্জের শেখ দিলালের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:  প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডনে সিলেটের গোলাপগঞ্জের

শেখ দিলাল আহমদ নামের এক যুবক মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

গতকাল শুক্রবার যুক্তরাজ্যের স্থানীয় সময় ১:৪০ মিনিটের কার্ডিফের একটি হাসপাতালে তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা বায়তুল আতিক তাহফিযুল কুরআন নূরানী একাডেমির প্রিন্সিপাল মাওলানা নুরুল ইসলাম জুয়েল।

তিনি জানান, বাঘা তুড়ুগাঁও নিবাসী মরহুম শেখ রফিক উদ্দিনের ২য় ছেলে শেখ মনজুর আহমদের ছোটভাই ও হিলফুল ফুযুল হেপ্লিং ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ ফয়সল মালেকের চাচাতো ভাই যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী শেখ দিলাল আহমদ।

 

Developed by :