Sunday, 5 April, 2020 খ্রীষ্টাব্দ | ২২ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ |
দরগাহ মসজিদে নামাজে কিছু বিধিনিষেধ আরোপ

সিলেট: করোনাভাইরাস সতর্কতার অংশ হিসেবে শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে নামাজে কিছু বিধিনিষেধ আরোপ করেছে মাজার কর্তৃপক্ষ।

নতুন এ নির্দেশনায় জামাতের নির্ধারিত সময়ের ১৫ মিনিট পূর্বে আজান হবে এবং মসজিদ খোলে দেওয়া হবে জানিয়ে শুধু ফরজ নামাজ মসজিদে আদায় করে সকল সুন্নত নামাজ বাসায় গিয়ে পড়ার অনুরোধ করা হয়। এছাড়া শুধু ফজর এবং জুম্মার আজান জামাতের ২০ মিনিট পূর্বে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

বৃহস্পতিবার রাতে দরগাহ হযরত শাহজালাল (রহ.) মসজিদের প্রধান পরিচালক (হিসাব শাখা) মুফতি মোহাম্মদ কায়েস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন বিধিনিষেধ আরোপ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- ‘এতদ্বারা দরগাহ হযরত শাহজালাল (রহ.) মসজিদে আগত মুসল্লিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে মসজিদে প্রতি ওয়াক্তের জামাতের নির্ধারিত সময়ের ১৫ মিনিট পূর্বে আজান হবে এবং মসজিদ খোলে দেওয়া হবে। জামাত শেষে মসজিদ বন্ধ করে দেওয়া হবে। মুসল্লিরা সকল সুন্নত নামাজ নিজ নিজ বাসায় পড়বেন। শুধু ফজর এবং জুম্মার আজান জামাতের ২০ মিনিট পূর্বে হবে।’

 

Developed by :