Sunday, 5 February, 2023 খ্রীষ্টাব্দ | ২৩ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ |
সিলেট নগরীতে দুই শিশু পাওয়া গেছে: পরিচয় পেতে সাহায্য করুন

সিলেট: সিলেট নগরীতে দুই শিশু পাওয়া গেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় আম্বরখানা পয়েন্ট থেকে অভিভাবক ছাড়া এই দু’বাচ্চাকে পাওয়া যায়।

বাচ্চারা নিজেদের নাম, পিতা-মাতার নাম কিংবা কোনো ঠিকানা বলতে পারেনি। বাচ্চা দুটি এখন আম্বরখানা পয়েন্ট জামে মসজিদ কর্তৃপক্ষের কাছে রয়েছে।

কেউ বাচ্চাদের পরিচয় জেনে থাকলে দ্রুত নিম্নোক্ত নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হল।
01907086610
01306-316358

সূত্র: সামাজিক যোগাযোগ মাধ্যম/বিভি।

 

সর্বশেষ সংবাদ

Developed by :