Tuesday, 7 July, 2020 খ্রীষ্টাব্দ | ২৩ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ |
সিলেটে শিক্ষামন্ত্রী ডা. দিপু মণি

সিলেট: সিলেটে এসেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মণি। সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করেন।

এ সময় বিমানবন্দরে মন্ত্রীকে স্বাগত জানান, সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী কয়েস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, জেবুন্নেছা হকসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ সময় প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সরাসরি হযরত শাহজালাল (র:) এর মাজার জিয়ারতে যান। জিয়ারত শেষে তিনি সিলেটের ওসমানীনগরে ওসমানী নগর মডেল উচ্চবিদ্যালয়ে প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর ট্রাষ্ট আয়োজিত বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

পরে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

 

Developed by :