Sunday, 23 January, 2022 খ্রীষ্টাব্দ | ১০ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ |
‘লাভ ম্যারেজ’ না করার শপথ কলেজ ছাত্রীদের

আন্তর্জাতিক ডেস্ক: “যে কোনও রকমের প্রেমের সম্পর্ক থেকে দূরে থাকব। লাভ ম্যারেজ বা প্রেম-বিবাহ করব না।’’ প্রেম দিবসে এ রকমই অদ্ভুত অঙ্গীকার করানো হলো ভারতের মহারাষ্ট্রের এক মহিলা কলেজের ছাত্রীদের।

সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন নেটিজেনদের একাংশ।

মহারাষ্ট্রের চান্দুর রেলস্টেশনের কাছে রয়েছে মহিলা আর্টস অ্যান্ড কমার্স কলেজ। সেখানকার ছাত্রীদেরই শুক্রবার জোর করে প্রেম না করার জন্য শপথ নেওয়ানো হয়েছে।  ন্যাশনাল সার্ভিস স্কিম (এনএসএস)-এর কর্মসূচীর অংশ হিসাবে এই অঙ্গীকার করানো হয়েছে।

অঙ্গীকারে বলানো হয়েছে, ‘‘আমি অঙ্গীকার করছি, বাবা-মায়ের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। তাই আমার সামনে ঘটা বিভিন্ন ঘটনা দেখে আমি বলছি, আমি কোনওদিন প্রেম বা প্রেম-বিবাহ করব না। আমি এ রকম কারোকে বিয়ে করব না যে পণ নিতে চায়। আমার যেখানেই বিয়ে হোক, ভবিষ্যতে আমিও কোনওদিন পণ নেব না বা দেব না। এটা আমার সামাজিক কর্তব্য।’’

দেখুন সেই ভিডিও

ভিডিও দেখতে ছবিতে ক্লিক করুন
 
 

Developed by :