Monday, 28 September, 2020 খ্রীষ্টাব্দ | ১৩ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ |
দানবীর প্রমথ নাথ দাসকে স্মরণ

তিনি কৃতকর্মের জন্য যুগ যুগ বেচেঁঁ থাকবেন : অধ্যক্ষ দ্বারকেশ নাথ     

বিয়ানীবাজারবার্তা২৪.কম:  বিয়ানীবাজার সরকারি কলেজের ভূমিদাতা প্রমথ নাথ দাসের ৪৩তম প্রয়াণ দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এ উপলক্ষে  কলেজ কর্তৃপক্ষ  শোক র‍্যালী  ও আলোচনা সভার আয়োজন করে।

শোক র‍্যালী বিয়ানীবাজার পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  কলেজ মিলনায়তনে এসে এক সভায় মিলিত হয়।

কলেজের সহযোগী অধ্যাপক জ্যোতির্ময় দাসের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মো. আব্দুল হালিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর দ্বারকেশ চন্দ্র নাথ।

বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মো. তারিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক মো. শহীদুল আলম, মো. নজরুল ইসলাম, করিম ইকবাল তাজওলী, প্রভাষক মাসুদুল হাসান, রাহুল কান্তি সরকার, সাদেকুর রহমান, আরবাব হোসেন খান, মো. জহির উদ্দিন ও মাহফুজা খানম প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্য প্রফেসর দ্বারকেশ চন্দ্র নাথ বলেন, বিয়ানীবাজার সরকারি কলেজ প্রতিষ্ঠাসহ বিয়ানীবাজারের শিক্ষাক্ষেত্রে স্বর্গীয় প্রমথনাথ দাসের অবদান অবিস্মরণীয়। তাঁর এ অবদান আমরা কখনো ভুলতে পারবো না। কৃতকর্মের জন্য তিনি আমাদের মধ্যে যুগ যুগ বেচেঁঁ থাকবেন।

 

Developed by :