Saturday, 3 December, 2022 খ্রীষ্টাব্দ | ১৯ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ |
বিয়ানীবাজারে বিয়ে বাড়িতে গাড়ি চাপায় শিশুর মৃত্যু

বিয়ানীবাজার: বিয়ানীবাজারে বিয়ে বাড়িতে অসাবধানতাবসত বরবাহী কারের নিচে চাপা পড়ে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু ঘটেছে।  সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রামে একটি বিয়ে বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম জান্নাত। সে উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রামের আলতাফ হোসের ছোট কন্যা।

জানা গেছে, গতকাল রোববার বিয়ের পিড়িতে বসেন ওই এলাকার আলতাফ হোসেনের ছোটভাই ফাহিম আহমদ। আজ সোমবার ছিলো তার ওয়ালিমা। ওয়ালিমার অনুষ্ঠানে যোগ দেবার সময় অসাবধানতাবসত বরবাহী কারের নিচে তার ১৮ মাস বয়সী ভাতিজি জান্নাত চাপা পড়ে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তবরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেটে প্রেরণ করেন। সিলেট যাওয়ার পথে রাস্তায় শিশু জান্নাত শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

এদিকে, শিশু জান্নাতের করুণ মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মুহূর্তেই বিয়ে বাড়ির সকল আনন্দ বিষাদে পরিণত হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

Developed by :