Wednesday, 7 December, 2022 খ্রীষ্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ |
গোলাপগঞ্জ উপজেলা আ’লীগের দু’প্রবীণ নেতার মৃত্যুতে নাহিদ এমপি’র শোক

গোলাপগঞ্জ: গোলাপগঞ্জ উপজেলা আ’লীগের দু’প্রবীণ নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।

গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় সাবেক মন্ত্রী নাহিদ বলেন, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হেকিম এবং শরীফগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী মফজ্জিল আলীর (পাখি মিয়া) অকাল মৃত্যু আমাদের ব্যথিত করেছে। কিন্তু আপনজন হারানোর বেদনা কষ্টকর হলেও আল্লাহর অমোঘ সত্য বিধান আমাদের মেনে নিতে হবে।

তিনি বলেন, সদ্য প্রয়াত প্রবীণ এ দু’নেতা দেশ ও জাতির কাঙ্ক্ষিত উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছেন।তারা ছিলেন আওয়ামী লীগের দুর্দিনের কাণ্ডারী। তাদের মৃত্যুতে গোলাপগঞ্জ আওয়ামীলীগের অপূরণীয় ক্ষতি হলো।

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি প্রয়াত এই দু’নেতার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

 

সর্বশেষ সংবাদ

Developed by :