Saturday, 11 July, 2020 খ্রীষ্টাব্দ | ২৭ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ |
রিয়াদে পাসপোর্ট নবায়ন করবে ইডিসি অফিস

প্রবাস ডেস্ক: রিয়াদে আগামী ১লা ফেব্রুয়ারি থেকে এমআরপি পাসপোর্ট নবায়ন করতে দূতাবাসের পরিবর্তে প্রবাসীদের সৌদি পোষ্ট ও এক্সপাট্রিয়েট ডিজিটাল সেন্টার (ইডিসি) অফিস থেকে সংগ্রহ করতে হবে। রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে, এ তথ্য জানান রাষ্ট্রদূত গোলাম মসীহ।

সৌদি আরবের রাষ্ট্রীয় ডাক বিভাগ “সৌদি পোষ্ট” এর চৌত্রিশটি ও রিয়াদে অবস্হিত ইডিসির চারটি শাখার মাধ্যমে, প্রবাসীরা সহজে পাসপোর্ট নবায়ন সেবা নিতে পারবেন। এসময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, প্রত্যেক ইডিসিতে সেবাসমূহের সার্ভিস চার্জের তালিকা রাখা হয়েছে।

প্রবাসীরা তালিকা দেখে সার্ভিস চার্জ জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে পারবেন এবং এ সংক্রান্ত যেকোন অভিযোগ সরাসরি দূতাবাসে জানাতে পারবেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের আরও বিভিন্ন প্রশ্নের জবাব দেন, মিশন উপ-প্রধান ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, হেড চ্যান্সারি ডক্টর ফরিদ উদ্দিন আহমদ, প্রেস উইং সচিব ফখরুল ইসলাম, পাসপোর্ট ও ভিসা উইং এর সচিব কাজী নুরুল ইসলাম।

 

Developed by :