Tuesday, 29 November, 2022 খ্রীষ্টাব্দ | ১৫ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ |
জালালাবাদ এসোসিয়েশন বৈদেশিক নির্বাহী সম্মেলন অনুষ্ঠিত

জালালাবাদ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে

‘ওয়ার্ল্ড ফেডারেশন গঠনের দাবি’

ঢাকা: জালালাবাদ এসোসিয়েশন বৈদেশিক নির্বাহী সম্মেলন শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর হোটেল বেঙ্গল ব্লুবেরীতে অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্বের ২০ টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে জানানো হয়েছে, জালালাবাদ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রাথমিক কাজ দ্রুত এগিয়ে চলছে। এছাড়া বিশ্ব নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে, নিয়ন্ত্রণ ঢাকার হাতে রেখে প্রয়োজনে ওয়ার্ল্ড ফেডারেশন গঠন করা হবে। এমনকি প্রবাসীদের স্বার্থে জালালাবাদ এসোসিয়েশনের কর্মকাণ্ড তুলে ধরা হয়।

জানা যায়, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশার ঐকান্তিক প্রচেষ্টায় এবং ইউকে’র প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব এর নেপথ্য ভূমিকায় সংগঠনের ৭০ বছরের ইতিহাসে এবারই প্রথম বিশ্বনেতাদের নিয়ে দিনব্যাপী এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি ড. এ কে আব্দুল মুবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ, সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার এম এ মালেক।

এছাড়া বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন, বিচারপতি ড. মো. আবু তারিক, সাবেক সচিব বনমালী ভৌমিক, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামস উল ইসলাম, ডঃ আহমেদ আল কবির, সি এম তোফায়েল সামি, স্থপতি শাকুর মজিদ, জালাল আহমেদ, আকবর হোসেন মঞ্জু, আব্দুল কাইয়ুম চৌধুরী, অধ্যাপক ফাতেমা চৌধুরী ও অধ্যাপক সালমা বেগম মুকুল প্রমুখ।

সম্মেলনে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আগত নেতাদের পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি সংগঠনের সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।

 

সর্বশেষ সংবাদ

Developed by :