Wednesday, 5 August, 2020 খ্রীষ্টাব্দ | ২১ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ |
উপশহরে ইনডোর ‘ক্রসবার’ ফুটসাল মাঠের উদ্বোধন

সিলেট: নগরীর উপশহরে ‘ক্রসবার’ নামে একটি নান্দনিক ইনডোর ফুটসাল মাঠের উদ্বোধন হয়েছে।

শুক্রবার বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ফিতা কেটে এ খেলার মাঠের উদ্বোধন করেন। এ সময় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ ও ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মেয়র আরিফ বলেন, সুস্থ শরীর ও সতেজ প্রাণের জন্য প্রয়োজন খেলাধুলা। খেলার জগতে এক নতুন দিগন্তের সূচনা করেছে ‘ক্রসবার হোম অব ফুটসাল’। এখানে ঝড়বৃষ্টি ও দিনেরাতে খেলা চলার ব্যবস্থা রয়েছে। তিনি উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে ‘ক্রসবার’ এর উন্নয়নে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

খেলার মাঠ

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিটি কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিম, কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, মেট্রোসিটি উইমেন্স কলেজের চেয়ারম্যান শিল্পপতি মুছলেহ উদ্দিন খান, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী, দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক রোটারিয়ান ওয়াহিদুর রহমান ওয়াহিদ, মহানগর বিএনপি নেতা ফাত্তাহ বকশী, সিলেট ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ আব্দুল মান্নান, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, দৈনিক বিজয়ের কণ্ঠ সম্পাদক জে.এ. কাজল খান, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী চৌধুরী মাসুম, কামাল আহমদ প্রমুখ।

সম্প্রতি দর্শকপ্রিয় আধুনিক ফুটসাল মাঠ গড়ার উদ্যোগ নেয় নগরীর পাঁচ ক্রীড়ামোদি নাহিদ মাহমুদ, ফারহান উদ্দিন খান, সুলতান আহমেদ শাফি, আহমেদ নেওয়াজ ও আকরাম ইবনে ফয়েজ।

ঘন্টাপ্রতি নির্ধারিত ফি জমা দিয়ে দু’পক্ষে ১০ জন খেলোয়াড় মাঠে ফুটসাল খেলতে পারবেন। গতকাল উদ্বোধনের পর থেকেই আনুষ্ঠারিনকভাবে ‘ক্রসবার’ এ খেলা শুরু হয়েছে। উদ্যোক্তারা সকলের সহযোগিতা কামনা করেছেন।

 

Developed by :