Wednesday, 5 August, 2020 খ্রীষ্টাব্দ | ২১ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ |
২০১৯ সালে কুয়েতে ২৫৬ বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:  কুয়েতে ২০১৯ সালে ২৫৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৮ জন প্রবাসী মারা যান দূর্ঘটনাজনিত কারণে। কুয়েতে বাংলাদেশ দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে।

দূতাবাস থেকে আরও জানানো হয়, ২০১৮ সালে কুয়েতে মৃত্যুবরণ করেন, ২৫৫ জন প্রবাসী। এদের মধ্যে ৪১ জন প্রবাসীর মৃত্যু হয় দুর্ঘটনায়। ২০১৭ সালে মৃত্যুবরণ করেন ২১৭ জন।

তাদের মধ্যে বেশিরভাগই ব্রেইন স্ট্রোক ও হার্ট অ্যাটাকে মারা গেছেন। কুয়েতের স্থানীয় হাসপাতালগুলোতে অনেক প্রবাসী ব্রেইন ও হার্ট স্ট্রোক করে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে দেশটিতে প্রায় সাড়ে ৩ লাখ প্রবাসী বিভিন্ন পেশায় কর্মরত ।

 

Developed by :