Wednesday, 5 August, 2020 খ্রীষ্টাব্দ | ২১ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ |
কাউন্সিলর আজাদ কাপ তৃতীয় ফুটসাল টুর্নামেন্ট এর উদ্বোধন

সিলেট: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কাউন্সিলর আজাদ কাপ তৃতীয় ফুটসাল টুর্নামেন্ট এর উদ্বোধন হয়েছে। শুক্রবার রাতে টিলাগড় পয়েন্ট সংলগ্ন খেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট শামীমা শাহরিয়ার।

টুর্নামেন্টের প্রবর্তক ও সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুক, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিটি কাউন্সিলর তৌহিদ আমীন, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক আতাউল্লাহ সাকের, দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক রোটারিয়ান ওয়াহিদুর রহমান ওয়াহিদ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক ও সদস্য সচিব একেএম ফজলুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ দিদার আলম নবেল, জেলা আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রুহেল, জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সাধারণ সম্পাদক আমিনুল ইসলা জিলু, এডভোকেট ফখরুল ইসলাম, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিটু, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।

উদ্বোধনী খেলায় মিরবক্সটুলা সুমন অপু ফাইটার্স ৩-০ গোলে ৮৯ ফোর্সকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় আঙ্গুর।

 
সর্বশেষ সংবাদ

Developed by :