Sunday, 12 July, 2020 খ্রীষ্টাব্দ | ২৮ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ |
শেখ হাসিনার নেতৃত্বে  শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে : নাহিদ 

সিলেট: গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ এর দুই দিনব্যাপী শতবর্ষ পুর্তি অনুষ্ঠান বৃহস্পতিবার  শেষ হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও    সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী এবং সুধীজনের উপস্থিতিতে এমপি নাহিদ বলেন, বর্তমান সরকার নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে চায়। এলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে  শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে।  যাতে আগামীর বাংলাদেশ সৎ, যোগ্য ও ত্যাগীদের নিয়ে পরচালিত হয়।
এমপি নাহিদ আরো বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। ২০২১ সালে মধ্যম ও ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এজন্য তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করার আহ্বান জানান।
 

Developed by :