Monday, 13 July, 2020 খ্রীষ্টাব্দ | ২৯ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ |
সিলেট জেলা ও মহানগর আ.লীগের জরুরি সভা আজ

সিলেট: সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের জরুরি সভা আহবান করা হয়েছে। আজ শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দ, উপজেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও সিলেট মহানগরের ২৭টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদককে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

 

Developed by :