সিলেট: অবৈধ পথে দালাল খপ্পরে পড়ে সমুদ্র পাড়ি দিয়ে ম’রক্কো থেকে স্পেনে যাওয়ার পথে নৌকাডুবির ঘটনায় বিয়ানীবাজার- বড়লেখার একাধিক তরুনসহ ২৫ জন নিখোঁজের খবর পাওয়া গেছে।
এর মধ্যে বড়লেখা উপজেলার ২ জনের নিখোঁজ খবর ছবিসহ পাওয়া গেছে।
নিখোঁজ দু’তরুনের নাম জাকির হোসেন। পিতা আপ্তাব উদ্দিন, তার গ্রামের বাড়ি বড়লেখা উপজেলার সুড়িকান্দি গ্রামে।
অপর নিখোঁজ তরুণের নাম জালাল উদ্দীন, তার গ্রামের বাড়ি বড়লেখা উপজেলার পকুয়া গ্রামে।
নিখোঁজ ২ তরুণের খবর নিশ্চিত করেন স্পেন প্রবাসী মেহরাজ হাসান।
তিনি জানান, নৌকা ডুবিতে বেশির ভাগই বড়লেখা বিয়ানীবাজারের।
গত এক মাস পূর্বে তিনি নিজেই দালালের মাধ্যমে মরক্কো হয়ে স্পেনে সাগর পথে প্রবেশ করেন। তিনি আরও বলেন দালালরা তাদেরকে প্রথমে বিমান যোগে মরক্কো থেকে স্পেন পাঠানোর কথা বলে নিয়ে আসে। তারপর নৌকা দিয়ে সাগর পথে পাড়ি দিতে বলে, সাথে সাথে তারা প্রতিবাদ করলেও দালালরা তাদেরকে বলে এটা সাগর নয় ছোট একটি খাল।
এটি পাড়ি দিলেই স্পেন। মৃত্যুর মুখ থেকে বেচে আসা মেহরাজ হাসান বলেন, আমাদেরকে ব্লাক মেইল করা হয়েছে।