Thursday, 9 July, 2020 খ্রীষ্টাব্দ | ২৫ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ |
টেস্ট শুরুর ঘণ্টা বাজালেন প্রধানমন্ত্রী

মুখোমুখি দু’দেশের প্রথম দিন-রাতের টেস্টে টস জিতে ভারতের বিপক্ষে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মুমিনুল হক। প্রথম টেস্টের একাদশে দুটি পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ।

ব্যাট-বলের লড়াই মাঠে গড়ানোর আগে দুপুর ১টায় বিশেষ গোল্ডেন কয়েন দিয়ে হয়েছে টস। পরে ইডেনের সবুজ গালিচায় দুদলের খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মমতা ব্যানার্জী। দুদলের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলান দুজনে।

খানিক পরে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সঙ্গে মাঠে দাঁড়িয়ে খেলোয়াড়রা ও ভিভিআইপি বক্স থেকে গলা মেলান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের সাবেক খেলোয়াড়রা।

পরের ধাপে আসে ভারতের জাতীয় সঙ্গীত। যার সুরে গলা মিলিয়েছেন বর্তমান খেলোয়াড়রা থেকে শুরু করে ইডেনে উপস্থিত দলটির সাবেক অধিনায়করা। এরপরই আসে ঘণ্টা বাজানোর সেই ক্ষণ।

সৌরভ গাঙ্গুলিকে মাঝে রেখে ইডেনের ঘণ্টার দুপাশে দাঁড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। দুজনে পালা করে রশি টেনে ঘণ্টার ঢং ঢং আওয়াজ তুলে খেলা শুরুর ঘোষণা করেন।

এসময় তাদের পাশে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান, ভারতের কিংবদন্তি সাবেক ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার সহ অনেকে।

 

Developed by :