Friday, 15 October, 2021 খ্রীষ্টাব্দ | ৩০ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ |
বিয়ানীবাজারে মহান বিজয় দিবস উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিয়ানীবাজারবার্তা২৪.কম:  বিয়ানীবাজারে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মাহবুবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, পৌর মেয়র মো. আব্দুস শুকুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন, থানা অফিসার ইনচার্জ অবনী শংকর কর, সাংবাদিক শাহীন আলম হৃদয় প্রমুখ।

সভায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বিজয় দিবস উদযাপনের লক্ষে প্রত্যেকেই মতামত ব্যক্ত করেন। এলক্ষে বেশক’টি উদযাপন উপ-কমিটি গঠনের খবর পাওয়া গেছে।

 

Developed by :