Friday, 5 June, 2020 খ্রীষ্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ |
সিলেটে রবীন্দ্রনাথ আগমনের শতবর্ষ পূর্তি উপলক্ষে সিসিকের বর্ণাঢ্য শোভাযাত্রা

সিলেট: সিলেটে কবিগুরু রবীন্দ্রনাথ আগমনের শতবর্ষ পূর্তি উপলক্ষে সিটি করপোরেশনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১১টায় শতবর্ষ পূর্তির এ শোভাযাত্রা নগর ভবনের সামনে থেকে বের হয় নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রার নেতৃত্বে ছিলেন ‘সিলেটে রবীন্দ্রনাথ: শতবর্ষে স্মরণোৎসব’ কমিটির আহবায়ক সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সদস্য সচিব সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এ সময় সিলেট সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ ও সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সিলেটের সারস্বত সমাজ ও নানা স্তরের প্রতিনিধিদের আমন্ত্রণে ১৯১৯ সালের নভেম্বর মাসে সিলেট এসেছিলেন। শতবর্ষ পূ‌র্বের ঠিক এ দিন‌টির (৫ ন‌ভেম্বর) সকাল বেলা তি‌নি সি‌লে‌টে পৌঁছান।

রবীন্দ্র আগমনের সেই ঐতিহাসিক ঘটনাকে আজ সকালে বিশেষভাবে স্মরণ কর‌ছে শ্রীহট্ট ব্রাহ্ম সমাজ।

সকাল সাড়ে ৮টায় বন্দরবাজার এলাকার ব্রাহ্ম মন্দিরে ‘শব্দে ছন্দে রবীন্দ্র স্মরণ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

Developed by :