Wednesday, 3 June, 2020 খ্রীষ্টাব্দ | ২০ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ |
নিউইয়র্কে খোকার প্রথম জানাজা অনুষ্ঠিত

নিউইয়র্কে খোকার প্রথম জানাজা অনুষ্ঠিত

প্রবাস ডেস্ক: নিউইয়র্কে সাদেক হোসেন খোকার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় সোমবার বাদ এশা জ্যামাইকা মুসলিম সেন্টার মসজিদে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়রের জানাজা হয়।

ওই সময় উপস্থিত ছিলেন বিএনপি-আওয়ামী লীগ ও দূতাবাসের কর্মকর্তারা। জানাজা শেষে মুক্তিযোদ্ধারা গার্ড অব অনার প্রদান করেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে জানান, নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সকালে খোকার মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্য যাত্রা করবেন স্বজনেরা।

তিনি জানান, সাদেক হোসেন খোকার মরদেহ বহনকারী বিমানে পরিবারের সদস্যরা ছাড়াও থাকবেন মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম।

সাদেক হোসেন খোকা নিউইয়র্ক সময় রাত ২টা ৫০ মিনিটে ও বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টা ৫০ মিনিটে ইন্তেকাল করেন।

নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়েন ক্যাটারিং ক্যানসার ইনস্টিটিউটে তিনি চিকিৎসাধীন ছিলেন।

 

Developed by :