Friday, 5 June, 2020 খ্রীষ্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ |
রূপনগরে সিলিন্ডার বিস্ফোরণ: নিহত বেড়ে ৭


ঢাকা: রাজধানীর মিরপুরের রূপনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাড়িয়েছে।বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে নিহাদ (৮) নামে আরেক শিশু।আরো ১৬ জন চিকিৎসাধীন রয়েছে হাসপাতালে।

নিহাদের মামা আনিস মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি ছিল নিহাদ। তার চোখসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত ছিল।

তার বাবার নাম শরু মিয়া। মায়ের নাম হালিমা বেগম। বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায়। বর্তমানে রূপনগরের শিয়ালবাড়ি ১২ নম্বর রোডে থাকত। ২ ভাই ও ২ বোনের মধ্যে নিহাদ সবার ছোট।

এর আগে বুধবার বিকেলে রূপনগরে বেলুন ফোলানোর কাজে ব্যবহৃত একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলেই পাঁচ শিশুর মৃত্যু হয়।হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আরো এক শিশুর।

প্রত্যক্ষদর্শীরা জানান, রূপনগরের ১১ নম্বর রোডে প্রকাশ্যে ৩টি সিলিন্ডারের মাধ্যমে বেলুনে গ্যাস ভরে বিক্রি করছিলেন এক বিক্রেতা।বিস্ফোরণের সময় বেশ কয়েকজন শিশু বেলুন কিনছিলো। এমনসময় হঠাৎ করে একটি সিলিন্ডার বিস্ফোরিত হলে শিশুদের শরীরের বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায়।

 
সর্বশেষ সংবাদ

Developed by :