Wednesday, 28 September, 2022 খ্রীষ্টাব্দ | ১৩ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ |
বিয়ানীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

বিয়ানীবাজার: ‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিয়ানীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে পৌরশহরের প্রধান সড়কে র‌্যালি বের করা হয়।

পরে উপজেলা কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালি ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মাহবুব, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) টিটু কুমার দে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনুজ চক্রবর্তী, বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদক  খালেদ আহমদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 

Developed by :