Monday, 26 September, 2022 খ্রীষ্টাব্দ | ১১ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ |
সিলেটে রবীন্দ্র শতবর্ষ স্মরনোৎসব ও খালেদা জিয়া!

সিলেট:  আগামী ৮ নভেম্বর সিলেটে রবীন্দ্র শতবর্ষ স্মরনোৎসব উদযাপন কমিটির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

সোমবার পরিষদের আয়োজনে সাংবাদিকদের সামনে এমন তথ্য জানালেন যুগ্ম সদস্য সচিব আমিনুল ইসলাম লিটন। বেলা ১ টায় নগরীর হাফিজ কমপ্লেক্সে আয়োজিত এ মত বিনিময় সভায় শুরুতে সিলেটে রবীন্দ্রনাথ আগমনের শতবার্ষিকীর প্রেক্ষাপট তুলে ধরেন উদযাপন পরিষদের আহবায়ক সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় উদযাপন পরিষদ গৃহিত কর্মসূচির বিস্তারিত বিবরণ পাঠ করে শোনানোর জন্য যুগ্ম সদস্য সচিব আমিনুল ইসলাম লিটনকে নির্দেশ দেন সাবেক অর্থমন্ত্রী। আমিনুল ইসলাম লিটন বিস্তারিত বিবরণ মৌখিকভাবে তুলে ধরার এক পর্যায়ে বলেন, ‘আপনারা জানেন, দুইদিনব্যাপী এই অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’। লিটনের এমন বক্তব্যের পর সম্মেলনস্থলে উত্তেজনা শুরু হতে থাকে। এ সময় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী উত্তেজিত হয়ে আমিনুল ইসলাম লিটনকে ধমক দিয়ে বক্তব্য বন্ধ করার নির্দেশ দেন।

এদিকে, লিটনের বক্তব্যের পর পরই উপস্থিত অনেকেই বলতে থাকেন-‘ধর্মের ঢোল বাতানে নড়ে’ ‘আমিনুল ইসলাম লিটন বকেয়া জাসাস নেতা’ ইত্যাদি ইত্যাদি। শেষতক উত্তপ্ত পরিস্থিতিতে কথা বলেন পরিষদের আহবায়ক সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি সবার দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘ভুলের উর্দ্ধে আমরা কেউ নই’। লিটনের অনিচ্ছাকৃত এই ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্ঠিতে দেখার জন্য সবাইকে অনরোধ জানান। পরে আমিনুল ইসলাম লিটন উপস্থিত সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত সংস্কৃকতকর্মীরা জানান, প্রায় ৬ মাস যাবত এই পরিষদ কাজ চালিয়ে গেলেও যুগ্ম সদস্য সচিব লিটন এখনো নিজের সাবেক নেত্রীকে ভুলতে পারেননি। এ অবস্থায় এতোবড় আয়োজনের সফলতা নিয়েও প্রশ্ন তোলেন অনেকেই। পরবর্তীতে তিনি শেখ হাসিনার নাম নিতে ভুল করবেননা-এমন নিশ্চয়তা নিয়ে সংশয় প্রকাশ তাদের।

 

Developed by :