Monday, 26 September, 2022 খ্রীষ্টাব্দ | ১১ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ |
জকিগঞ্জে ফাঁদে আটকা পড়েছে বাঘ, যাচ্ছে বন বিভাগ

জকিগঞ্জ: জকিগঞ্জে ফাঁদ পেতে একটি মেছোবাঘ আটক করা হয়েছে। শনিবার ভোরে বারহাল ইউনিয়নের নিদনপুর গ্রামের প্রবাসী ফখর উদ্দিনের বাড়িতে ফাঁদ পেতে বাঘটি আটক করা হয়। বাঘ আটকের খবরে এলাকার উৎসুক জনতা ঐ বাড়িতে ভিড় করছেন এক নজর বাঘটি দেখার জন্য।

স্থানীয় লোকজনের সাথে মুঠোফোনে কথা বলে জানা গেছে, বেশ কয়েকদিন থেকে নানা উৎপাত করে আসছে। বিভিন্ন বাড়ির হাঁস, মুরগি খেয়ে সাবাড় করে দিচ্ছে। এরপর লোকজন প্রবাসী ফখর উদ্দিনের বাড়ীতে একটি ফাঁদ পেতে রাখে। শনিবার ভোরে পাতানো ফাঁদের মধ্যে আটকা পড়ে বাঘটি।

এ প্রসঙ্গে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ বলেন, বাঘটি উদ্ধারের জন্য বনবিভাগের কাছে খবর পাঠানো হবে। বন বিভাগের লোকজন এসে উদ্ধার করে নিয়ে যাবেন।

 

Developed by :