Thursday, 29 September, 2022 খ্রীষ্টাব্দ | ১৪ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ |
সাজিদুর রহমানের মৃত্যুতে সাবেক শিক্ষামন্ত্রীর শোক

সিলেট: সিলেট জেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক সিলেট ‘ল’ কলেজের সাবেক মিলনায়তন বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা যুবলীগ নেতা জাফরান জামিল’র শ্বশুর সাবেক পোষ্ট অফিস পরিদর্শক (প্রশাসন) ও বাংলাদেশ পোষ্ট অফিস কর্মচারী ইউনিয়ন সিলেট বিভাগের সাবেক সভাপতি সাজিদুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।

এছাড়াও পৃথক শোকবার্তায় সিলেট ৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বদরুল ইসলাম শোয়েব, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী, গোলাপগন্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, বাংলাদেশ পোষ্ঠ অফিস কর্মচারী ইউনিয়ন সিলেট সুনামগঞ্জ শাখার সভাপতি আব্দুল বারী, সহ সভাপতি আব্দুল মালিক, সাধারন সম্পাদক মুজিবুর রহমান খান পাঠান, বাংলাদেশ পোষ্ঠ অফিস ইউনিয়ন কর্মচারী কেন্দ্রীয় সংস্থার সাবেক সভাপতি শাহ আব্দুর রব গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় তিনি সিলেট নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শেষ ত্যাগ করেন। তাঁর জানাজার নামাজ পরদিন বাদ আসর কাদীপুর জামে মসজিদ প্রাঙ্গণে সম্পন্ন করা হয়েছে।

মরহুম সাজিদুর রহমান মৃত্যুকালীন সময় স্ত্রী এক ছেলে চার মেয়ে অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

 

Developed by :