Monday, 3 October, 2022 খ্রীষ্টাব্দ | ১৮ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ |
অভিযুক্ত উপাচার্যদের বিষয়ে তদন্ত শুরু হয়েছে : শিক্ষামন্ত্রী

চাঁদপুর: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যেসব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এর মধ্যে যাদের বিরুদ্ধে নানা অভিযোগ, তাদের সম্পর্কে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শনিবার সকালে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি আরো বলেন, উপাচার্য মহোদয়রাও তো মানুষ। সুতরাং তাদের ভুলভ্রান্তি হতেই পারে।

তবে বিশ্ববিদ্যালয় সম্পর্কে শিক্ষামন্ত্রীর সাফ কথা, সরকারের মূল লক্ষ্য হচ্ছে দেশের শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো। এখানে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি বরদাশত করা হবে না। দীপু মনি আক্ষেপ করে বলেন, বুয়েটে যে দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি হচ্ছে, তা-তো সামাজিক মাধ্যমেও আসেনি। যদি এমনটি আগে ভাগেই জানা যেত তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হতো।

বুয়েটের মতো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ হবে কি-না- এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী স্ব স্ব বিশ্ববিদ্যালয় ইচ্ছা করলে এই নিয়ে চিন্তাভাবনা করতে পারে। এটি তাদের এখতিয়ার।

এর আগে সকাল সাড়ে ১০টায় সড়ক পথে ঢাকা থেকে চাঁদপুরে যান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় সার্কিট হাউজে তাকে স্বাগত জানান, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি, পৌর মেয়র নাসিরউদ্দিন আহম্মদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী প্রমুখ।

প্রসঙ্গত, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিতে যান শিক্ষামন্ত্রী, তিনি চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য।

 

Developed by :