Wednesday, 22 March, 2023 খ্রীষ্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




উপজেলা সম্মেলনে সভাপতি পদে আতাউর খানকে মাথিউরা ইউনিয়ন আ’লীগের সমর্থন

বার্তা ডেস্ক: বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে বর্ধিত সভা করেছে মাথিউরা ইউনিয়ন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ হলরুমে নীতি-নির্ধারণী এ সভা অনুষ্ঠিত হয়। এতে দলের দায়িত্বশীল সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সুরমান আলীর পরিচালনায় সভায় উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে মাথিউরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জমির উদ্দিন প্রার্থীতা প্রত্যাহার করলে বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খানকে একক প্রার্থী ঘোষণা করা হয়।

এছাড়া সভায়, সাংগঠনিক সম্পাদক পদে শিবলী মুরাদ জাফরী, আলমগীর হোসেন রুনু এবং ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিহাব উদ্দিন নিজেদের প্রার্থীতা ঘোষণা করেন।

সভায় উপস্থিত ছিলেন, মাথিউরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সহ সভাপতি শাহাব উদ্দিন মাওলা, তেরাব আলী খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল ওয়াদুদসহ সব ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগের কার্য নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

 

সর্বশেষ সংবাদ

Developed by :