Thursday, 29 September, 2022 খ্রীষ্টাব্দ | ১৪ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ |
অবিলম্বে ইউনিয়ন ও উপজেলা সম্মেলনের নির্দেশ দিলেন হানিফ

সিলেট: সুনামগঞ্জের পর এবার সিলেটেও কঠোর অবস্থানে আওয়ামী লীগ। জেলা কমিটিকে দায়িত্বহীন উল্লেখ করে সভায় আগামী ১৫ অক্টোবরের মধ্যেই জেলার আওতাধীন সকল ইউনিয়নে কাউন্সিল করার নির্দেশ দিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

তিনি আজ দলের জেলা কমিটির বর্ধিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, জেলা কমিটিকে ব্যর্থতার গ্লানি নিয়ে আরো আগে পদত্যাগ করা উচিত ছিল। তিনি বলেন, বিভিন্ন উপজেলায় সম্মেলন না হওয়ায় আজ বর্ধিত সভায় যে উত্তেজনা সৃষ্টি হয়েছে-এতেই সিলেটে দলের বিভাজন এবং অভ্যন্তরীণ কোন্দল স্পষ্ট হয়ে উঠেছে।

তিনি অবিলম্বে ইউনিয়ন কমিটির সম্মেলন সম্পন্নের পর উপজেলা কমিটির সম্মেলন আয়োজনের ব্যাপারে জেলা নেতৃবৃন্দকে নির্দেশ প্রদান করেন এবং জেলার আওয়ামী লীগের সম্মেলনের জন্য প্রস্তুতি নিতে বলেন।

এ সময় মঞ্চে ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান ও  অধ্যাপক রফিকুর রহমান।

 

Developed by :