Monday, 26 September, 2022 খ্রীষ্টাব্দ | ১১ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ |
বিশিষ্ট মুরব্বি আব্দুস সাত্তারের জানাজা কাল,  এমপি নাহিদের শোক

বিয়ানীবাজার: খাসা নিবাসী সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ, মুরব্বি মুক্তিযুদ্ধের সংঘটক হাজি আব্দুস সাত্তার (সেক্রেটারি) আজ বেলা ১২টাায় সিলেট আল হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি ইমামবাড়ী শাহী ঈদগাহ্ পরিচালনা কমিটির আহ্বায়ক ও কসবা-খাসা গ্রাম কমিটির আহবায়ক ছিলেন।

মরহুমের জানাযার নামাজ আগামীকাল সকাল ১১টায় হযরত গোলাবশাহ্ শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত  হইবে। এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন পরিবারের পক্ষ থেকে মরহুমের ছোট ভাই মস্তাক আহমদ।

শোক প্রকাশ: হাজি আব্দুস সাত্তারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি। এক শোক বার্তায় তিনি বলেন, আব্দুস সাত্তার ভাই মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, তিনি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তিনি সারাজীবন এলাকার  আর্থসামাজিক উন্নয়নে কাজ করে গেছেন। আমি সাত্তার ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সমতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, আমিন।

 

Developed by :