Sunday, 2 October, 2022 খ্রীষ্টাব্দ | ১৭ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ |
বিয়ানীবাজারে এমপি নাহিদ শিক্ষার্থীদের হাতে তুলে দিলেন ফলদ ও বনজ গাছের চারা

বিয়ানীবাজার: বিয়ানীবাজার উপজেলার  বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফলদ ও বনজ গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে সিলেট বনবিভাগ, টাউন রেঞ্জের সহযোগিতায় উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার পাঁচ শতাধিক শিক্ষার্থীর হাতে বিভিন্ন জাতের গাছের চারা তুলে দেন নুরুল ইসলাম নাহিদ এমপি।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে বিনামূল্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।

উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোঃ আব্দুস শুকুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল হাছিব মনিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, সহ দপ্তর সম্পাদক দেওয়ান মাকুসুদুল ইসলাম আউয়াল, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক ভিপি কামিল আহমদ, পৌর আওয়ামী লীগের সভাপতি সামছুল হক, সহ দপ্তর সম্পাদক ওয়াহিদুর রহমান টিপু প্রমুখ।

এছাড়াও এসময় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Developed by :