বিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর দু’টায় পৌরশহরের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে দলের উপজেলা ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুলের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা দেবাশীষ পুরকায়স্থ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হারুনুর রশীদ দিপু, তথ্য ও গবেষণা সম্পাদক ছালেহ আহমদ বাবুল, আইন বিষয়ক সম্পাদক আব্দুল বাছিত চৌধুরী আতা, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আশরাফুল ইসলাম আশরাফ, আওয়ামী লীগ নেতা শাহাব উদ্দিন মাওলা, জহুর উদ্দিন, বিয়ানীবাজার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার হাজি মুছব্বির আলী, পৌর কমান্ডার শহিদ আলী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, হাছিনা বেগম, আলীনগর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, চারখাই ইউনের সভাপতি আয়নুল হক, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, দুবাগ ইউনিয়নের সভাপতি ফজলুর রহমান ফজলাই, শেওলা ইউনিয়নের সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক তারেক হোসেন খান, কুড়ারবাজার ইউনিয়নের সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক খালেদ আহমদ, মাথিউরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, তিলপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জয়নাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন, মোল্লাপুর ইউনিয়নের সভাপতি বদরুল ইসলাম বদই, সাধারণ সম্পাদক আব্দুল গফুর জগলু, মুড়িয়া ইউনিয়নের সভাপতি হাজি তুতিউর রহমান, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন সাব, সাবকে সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, লাউতা ইউনিয়নের আব্দুল মুছব্বির, হোসেন আহমদ ও আছার উদ্দিন প্রমুখ।