Thursday, 6 October, 2022 খ্রীষ্টাব্দ | ২১ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ |
প্রধানমন্ত্রীকে সাব্বিরের ‘দাওয়াত’

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাব্বির রহমান। শুক্রবার নিজের বিয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দাওয়াতও দিয়েছেন তিনি।

এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিম। তিনি বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় সাব্বির রহমান এবং তার অভিভাবকরা গণভবনে বিয়ের কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।’

সাব্বিরের বিয়ের কার্ডটিতে একটি পাখিকে দেখা যাচ্ছে ছোট্ট খাঁচায় বন্দি অবস্থায়। মূলত বিয়ের পর ছেলেদের বন্দিদশা বুঝাতেই এভাবে বানানো হয়েছে কার্ডটি। জাতীয় দলের এই ক্রিকেটার নিজেই এর ব্যাখ্যা দিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রীর সেক্রেটারি।

ইহসানুল করিম আরো জানান, বিয়ের আমন্ত্রণ গ্রহণ করার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাব্বিরকে আশীর্বাদও করেন এবং নতুন জীবনের জন্য সাফল্য কামনা করেন।

সাব্বিরের বিয়ের অনুষ্ঠান আয়োজিত হবে আগামী ২১ আগস্ট বলে জানান প্রেস সেক্রেটারি।

 

Developed by :