সিলেট: সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আ ন ম শফিকুল হক আর নেই। তিনি নগরীর আল হারামাইন হাসপাতালে লাইফসাপোর্টে ছিলেন। সেখানেই বুধবার (১৪ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য আ ন ম শফিকুল হকের মরদেহ আগামীকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১২টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে রাখা হবে।
এরপর বাদ জোহর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
পরে বিকেলে মরহুমের গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথে তাঁর দাফন অনুষ্ঠিত হবে।