Wednesday, 28 September, 2022 খ্রীষ্টাব্দ | ১৩ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ |
জম্মু-কাশ্মীর ইস্যুতে আল ইসলাহ-তালামীযের বিক্ষোভ মিছিল শুক্রবার

ডেস্ক নিউজ: ভারত সরকারের লোকসভায় মঙ্গলবার অনৈতিক ভোটাভুটির মাধ্যমে মুসলমানদের ষড়যন্ত্রের ফাদে ফেলা ও জম্মু-কাশ্মীরের ঐতিহ্য বিনষ্ট এবং মুসলমানদের উপর অন্যায় অত্যাচারের প্রতিবাদে আগামী শুক্রবার বাদ জুম’আ সিলেটের সুবহানীঘাট কামিল মাদরাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করবে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট (জেলা -মহানগর) ও তালামীযে ইসলামিয়া সিলেট জেলা (মহানগর -পূর্ব ও পশ্চিম) শাখা।

বিক্ষোভ মিছলে অংশগ্রহণ করে মুসলমানদের ইতিহাস ও ঐতিহ্যকে অক্ষুণ্ন রাখার প্রতিবাদী ভূমিকা রাখার আহবান জানিয়েছেন তালামীযের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুমায়ুনুর রহমান লেখন।

মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিলেট কোর্ট পয়েন্টে সমাবেশে বক্তব্য রাখবেন আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

সর্বপরি জেলা ও মহানগর আল ইসলাহ- তালামীযের অন্তর্গত সকল উপজেলা, থানা, পৌরসভার কর্মীদের উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।

 

Developed by :