Monday, 26 September, 2022 খ্রীষ্টাব্দ | ১১ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ |
৪০ দিনে ৩০ পারা কোরআন মুখস্থ করলো নুর আলম

বগুড়া: মাত্র ৪০ দিনে ৩০ পারা কোরআন শরীফ মুখস্থ করে বিস্ময়কর এক ঘটনার সৃষ্টি করেছেন বগুড়ার মুহাম্মাদ সাদিক নুর আলম নামের এক শিশু। সে বগুড়া শহরের গোদারপাড়া মাদ্রাসাতুল উলুমিশ শারইয়্যাহ এর ছাত্র ও বগুড়া সদরের বড় কুমিড়া গ্রামের আতাউর রহমান ও আঁখি বেগমের ২য় পুত্র। এ খবর ছড়িয়ে পড়লে বালকটিকে দেখার জন্য উৎসুক জনতা মাদ্রাসাটিতে উপস্থিত হয়।

হাফেজ সাদিক নুর আলমের ওস্তাদ হাফেজ রঈসুল হাসান শিহারী জানান, ছেলেটি খুব মেধাবী। আমার জীবনে এমন মেধাবী দেখিনি।

এ ব্যাপারে প্রতিষ্ঠানের মুহতাতিম মুফতি মাহমুদুল হাসান জানান, আল্লাহর অশেষ মেহেরবানিতে এটা সম্ভব হয়েছে। বিষয়টি সম্পর্কে বগুড়া জেলা ইমাম মুয়াজ্বিন সমিতির সভাপতি মুফতি মাও. আব্দুল কাদের জানান মহান আল্লাহর কুদরতি রহমতেই এটা সম্ভব হয়েছে। তিনি হাফেজের সফলতা কামনা করেন।

 

Developed by :