Thursday, 6 October, 2022 খ্রীষ্টাব্দ | ২১ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ |
মুড়িয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্তে দুদক

বিয়ানীবাজার: বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল খায়ের এর বিরুদ্ধে টাকা আত্মসাৎ এর দুইটি অভিযোগের তদন্ত করছে দুদক। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দুদক ইউনিয়নের ঘুঙ্গাদিয়া এলাকায় তদন্তে এসেছে।

স্থানীয়রা জানান, ঘুঙ্গাদিয়া সর্বমঙ্গলা যুব সমিতির টাকা এবং মুখিটিলা ও সুরমানের বাড়ির দুইটি সড়কের টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে গত বছর দুদকে অভিযোগ দেয়া হয়। এ অভিযোগগুলোর তদন্তে দুদক সিলেট এর একটি দল ঘুঙ্গাদিয়ায় অবস্থান করছে।

তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন মুড়িয়া ইউপি চেয়ারম্যান আবুল খায়ের। তিনি এ প্রতিবেদককে বলেন, দুদকের দায়িত্বশীলরা আমার সামনের রয়েছেন। এ বিষয় নিয়ে পরে কথা বলবো।

 

Developed by :