Sunday, 5 February, 2023 খ্রীষ্টাব্দ | ২৩ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ |
লন্ডনের রাস্তায় ওজিলের উপর হামলা

লন্ডন: লন্ডনে আর্সেলানের মিডফিল্ডার মেসুত ওজিল ও তার সহ-খেলোয়াড় সিড কোলাসিনাচ দুর্বৃত্তদের আক্রমণের মুখে পড়েন। একটি ভিডিওচিত্রে দেখা যায়, মটর সাইকেল আরোহী দু’জন দুর্বৃত্ত ছুরি নিয়ে তাদের আক্রমণ করেছিলেন। এক পর্যায়ে কোলাসিনাচ খালি হাতেই মোকাবেলা করতে গিয়েছিলেন দুইজনকে, পরে লোকজন জড়ো হওয়ায় পালিয়ে যায় দুর্বৃত্তরা। ব্রিটিশ পুলিশ জানিয়েছেন, দুই খেলোয়াড়ই সুস্থ আছেন এবং কোনো ক্ষতি হয়নি তাদের।

বৃহস্পতিবার মধ্য দুপুরে নর্থ লন্ডনে মার্সিডিজ জি ক্লাস-এসইউভি গাড়িতে যাচ্ছিলেন ওজিল ও বসনিয় ফুটবলার কোলাসিনাচ। একপর্যায়ে তারা রাস্তার পাশে গাড়ি পার্ক করেন। গাড়িতে ছিলেন ওজিলের স্ত্রীও। এমন সময় কালো ফুল হাতা জামা ও মাথায় হেলমেট পরা দুইজন ছুরি নিয়ে ছুটে যায় ড্রাইভিং সিটে থাকা ওজিলের দিকে। ওজিল কোনোমতে গাড়ির দরজা খুলে প্রাণ বাঁচিয়ে পাশের এক তার্কিশ হোটেলে গিয়ে লোকজন জড়ো করেন। ওই মুহুর্তের একটি ভিডিওচিত্রও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যায় কোলাসিনাচ খালি হাতে ধেয়ে যান ওই দুইজন দুষ্কৃতিকারীর দিকে। কোলাসিনাচের প্রতিরোধের সঙ্গে রেস্তোরা থেকে বেরিয়ে আসা লোকজন দেখে পরে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

লন্ডন পুলিশের দেওয়া বিবৃতিতে পুরো ঘটনা বর্ণনা করা হয়েছে। সঙ্গে জানানো হয়েছে দুই খেলোয়াড় ও ওজিলের স্ত্রী সবাই সুস্থ ও নিরাপদেই আছেন। সূত্র : ডেইলিমেইল

 

সর্বশেষ সংবাদ

Developed by :